পরিবহণ থেকে আয়ে মাইলফলক ছুঁয়ে ফেলল মেট্রো কতৃপক্ষ

Estimated read time 1 min read

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। সারা দেশের মধ্যে কলকাতা মেট্রো বিপুল সংখ্যক যাত্রীদের পরিষেবা দিয়ে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র নিজে এই কথা জানিয়েছেন সবাইকে।

গত মাসের শেষ দিন অর্থাৎ ৩১শে আগস্ট কলকাতা মেট্রো একদিনেই আয় করেছে এক কোটিরও বেশি। এদিন কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে যাতায়াত করেছেন করেছেন প্রায় ৬ লক্ষ ৭৫ হাজার যাত্রী। ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথ করিডোর গত ৩১ শে আগস্ট পরিষেবা প্রদান করেছে প্রায় ৫ লাখ ৭৫ হাজার যাত্রীকে।

কলকাতা শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কাছে গণপরিবহণের লাইফ লাইন কলকাতা মেট্রো। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন পাতাল পথকে। তবে ৩১ শে আগস্ট কলকাতা মেট্রোর আয় ছিল নজিরবিহীন। বিবৃতি দিয়ে রীতিমত গর্বের সাথে সেই কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

You May Also Like

More From Author