চলতি সপ্তাহ থেকে আরও খানিকটা সময়সীমা বাড়ালো মেট্রো কতৃপক্ষ

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে অগ্রগতির দিকে এগোচ্ছে রাজ্য। ধীরে ধীরে শিথিল হচ্ছে রাজ্যের বিধিনিষেধ। আগামী দিনে তা আরও কিছুটা শিথিল হবে রাজ্যে। তাই এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের সুবিদার্থে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। আর তাই আটটার পরিবর্তে সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দক্ষিণেশ্বর ও নিউ গড়িয়া, দু প্রান্ত থেকেই জারি থাকবে এই বিধি। আরও এক ঘণ্টা বাড়ানো হল মেট্রো পরিষেবার সময়সীমা। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাতের পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ সোমবার থেকে রাত ৯টা পর্যন্ত দুদিক থেকেই মিলবে মেট্রো পরিষেবা। তবে উত্তর-দক্ষিণ মেট্রোর ক্ষেত্রেই শুধুমাত্র মিলবে এই সুবিধা। এবার থেকে সপ্তাহের কাজের দিন ব্যস্ত সময় মেট্রো চলবে ৫ মিনিট অন্তর। মোট ১১৪ জোড়া ট্রেন চলবে সারাদিন। তার মধ্যে ৭৫ জোড়া ট্রেন চলবে দক্ষিণেশ্বর থেকে। রবিবার কোনও মেট্রো চলবে না।

রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু না হলেও শুরু হয়েছে মেট্রো পরিষেবা। তার ওপরে নবনির্মিত নোয়াপাড়া – দক্ষিণেশ্বর শাখার জন্য একেবারে দক্ষিণেশ্বর থেকে সহজে দক্ষিণ কলাকাতায় পৌঁছতে পারছেন সাধারণ মানুষ। লোকাল ট্রেন চালু হলে মেট্রোয় ভিড় সামলানো দায় হবে বলে মনে করছেন অনেকে।