বাংলায় যাকে আমরা বলি তারা খসা। আসলে যা উল্কাপাত। রাতের আকাশে অনেক সময়ই হঠাৎ দর্শন মিলে যায়। কিন্তু এক সঙ্গে অনেক ক্ষণ ধরে উল্কাবৃষ্টি চাক্ষুস করা যায় মাঝে মধ্যে।
উল্কা কি? উল্কা হল, মহাকাশে ভেসে বেড়ানো নানান মাপের পাথরখণ্ড। ঘুরে বেড়াতে বেড়াতে পৃথিবীর অভিকর্ষের আওতায় এলে এরা পড়তে থাকে ভূপৃষ্ঠের দিকে। এমনকী বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষ হতেই জ্বলে ওঠে উল্কা। তখনই আমরা দেখতে পাই এদের। অধিকাংশ উল্কাই কিন্তু পৃথিবীর পিঠে পৌঁছনোর অনেক আগেই পুড়ে ছাই হয়ে যায়। তবে আকাশ পরিষ্কার থাকলে এবারের উল্কাবৃষ্টি কলকাতা–সহ গোটা পশ্চিমবঙ্গ তথা দেশবাসীকে নিরাশ করবে না।
জানা গিয়েছে, ২২ এপ্রিল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে কলকাতা সহ গোটা দেশ। ওই দিন প্রতি ঘণ্টায় ১৮ থেকে ২০টি উল্কাপাত হবে। আগামী ১৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত উল্কাপাত চলবে। ২২ এপ্রিল তা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন রাত ৮টা ৩১ মিনিট থেকে পরের দিন সকাল ১০টা ৪৭ মিনিটের মধ্যে কলকাতার আকাশে এই ঘটনা চাক্ষুষ করা যাবে।