১২ ডিগ্রীতে নামলো পারদ

মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জলপাইগুড়ি শহর সহ পার্শ্ববর্তী এলাকাগুলো। জেলা‌য় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে। গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে‌র আশেপাশে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী উত্তর‌বঙ্গের বিভিন্ন জেলা‌য় তাপমাত্রা ধীরে ধীরে নামবে।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাজ্য জুড়েই শৈতপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই জেলায় শৈতপ্রবাহের কারণে তাপমাত্রা কমবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার ভোর থেকেই এর প্রভাব দেখা যায় জলপাইগুড়ি শহরে। একটু উষ্ণতা‌র জন্য অনেককেই রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শরীর‌ গরম রাখার চেষ্টা করেন।

সকাল থেকেই ভিড় বাড়ছে চায়ের দোকানগুলো‌তে। এদিন সকাল দশটা নাগাদও কুয়াশাচ্ছন্ন ছিল জলপাইগুড়ি‌র বেশিরভাগ এলাকা। এজন্য রাস্তায় লোকজন খুব একটা দেখা যায়‌নি। জলপাইগুড়িবাসী এই শীতকে দারুনভাবে উপভোগ করছেন।