মেনকার আবেদন খারিজ হল উচ্চ আদালতে

Estimated read time 1 min read

মিললো না অনুমতি, বরং মামলাটি স্থানান্তরিত করা হল হাই কোর্টের নিয়মিত (রেগুলার) বেঞ্চে। অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মেনকা আদালতকে জানান, তাঁর মা অসুস্থ। কিন্তু, সেই আবেদন এখন শুনতেই চাইল না উচ্চ আদালত।

তিনি জানান, পরিবারের বাকি সদস্যরা সকলেই ব্যাঙ্ককে রয়েছেন। তাঁর কাছে সেখানে যাওয়াটা খুবই জরুরি৷ এছাড়াও, এর আগে তাঁকে বিদেশ যেতে বাধা দিয়েছিল ইডি। মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়৷ বৃহস্পতিবার বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি উঠলে মেনকার বিদেশযাত্রা এবং ওই মামলাটির দ্রুত শুনানির উপর আপত্তি তোলেন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি। এর পর মামলাটি উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চ থেকে নিয়মিত (রেগুলার) বেঞ্চে স্থানান্তরিত করা হয়৷

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রাতে ব্যাঙ্কক যাওয়ার জন্য দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন মেনকা৷ সেই সময় তাঁকে ব্যাঙ্কক যেতে বাধা দেওয়া হয়৷ অভিযোগ, বিমানবন্দরে পৌঁছে পাসপোর্ট টিকিট কাউন্টারে জমা দিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময় তাঁকে বাধা দেন অভিভাসন দফতরের আধিকারিকরা৷ অভিবাসন দফতরের তরফে জানানো হয়, একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে ইডি ‘লুক আউট’ নোটিস জারি করেছে৷ সেই কারণেই তাঁকে দেশ ছেড়ে যেতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে সেদিন ফিরে আসেন মেনকা৷

You May Also Like

More From Author