প্রীতির স্মৃতি
মোঃ সাগর ইসলাম মিরান(বাংলাদেশ)
৫২ তে ভাই হারালাম
বড় “ই, দুঃখ পেলা,
৬৯ এর গনঅভ্যুত্থানে
বিনাদোষে কারাবন্দী হলাম।
৭০ এর বন্যায় ভাসিলাম
অজস্র বেদনা পেলাম,
৭১ এর মুক্তিযুদ্ধে
প্রীতি কে হারালাম।
জহুরুল হলের দিনগুলি মোর
চোখে ভাসে রোজ
ক্লান্তি নিয়ে রমনা এসে
প্রীতির করি খোঁজ
ছাত্র জীবনের সোনালী অতীত
ছিল টিএসসি মোড়ে,
শৈশবের সেই দিনগুলি হায়
বয়সে নিলো কেড়ে।
আজো আমার চোখে ভাসে
প্রীতি তোমার হাসি,
তাইতো আমি বাড়ে বাড়ে
রমনা ছুটে আসি।
স্মৃতিতে আজ দেখিতে পাই
হাসিতে তোমার টোল,
শত কথা মনে পরে
মনটা পাগল পাগল।
তোমার সাথে পার্কে এলে
দিতে তুমি বাতাস,
তোমায় ছাড়া রমনা তে আজ
লাগে যে হতাশ।
স্মৃতির পাতায় তোমার ছবি
ভাসতেছে থৈ থৈ,
তুমি বিহীন রমনা এসে
পড়তেছি আজ বই।