অন্য রাজ্যে আলু রপ্তানির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি

Estimated read time 1 min read

কোচবিহার:- মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি বন্ধ রয়েছে। যার ফলে কৃষকদের কাছ থেকে আলু কিনছে না আলু ব্যবসায়ীরা। তাই অন্য রাজ্যে আলু রপ্তানির দাবিতে আজ কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করে আলু চাষিরা।

এদিন জেলাশাসকের কাছে স্মারকলিপির পাশাপাশি জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আলু চাষিরা। তাদের অভিযোগ আলু চাষ করতে গিয়ে প্রচুর ব্যয় হয়েছে।সরকার অন্য রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার কারণে আলুর দাম পড়ে গিয়েছে।

আলুর ব্যবসায়ীরা আলু কিনছে না।এই অবস্থা চলতে থাকলে কৃষকরা প্রচুর লস করবে। লোনের টাকা পরিশোধ করতে পারবে না তারা। তাই দ্রুত আলু রপ্তানি চালু করার দাবি জানায় তারা।

You May Also Like

More From Author