আগাম বসন্ত উৎসব পালন করলেন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগাম বসন্ত উৎসব পালন করলেন জলপাইগুড়ি‌র তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা। YRG Care Jalpaiguri নামে একটি সংস্থার উদ‍্যোগে জলপাইগুড়ি শহর ও শহরতলীর আশেপাশের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। একে অপরকে আবির মাখিয়ে, মিষ্টিমুখ করিয়ে শোভাযাত্রা করেন তারা। নাচ, গান ও আনন্দ করে মনোমুগ্ধকর একটি দিন পালন করেন সকলে।

YRG Care সংস্থার সদস্যরা জানান, “তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আমরা কাজ করি। তাদের স্বাস্থ্য, খাদ্য সংস্থানের পাশাপাশি সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে বর্ণ বৈষম্য দূর করার জন্য সকলকে এক ছাতার তলায় এনে সচেতনতা প্রচার‌ও করা হয়। বসন্ত উৎসব উপলক্ষে এমন সুন্দর একটি আনন্দ মু‌খর দিন উপহার পেয়ে খুব খুশি সকলেই। অনুষ্ঠানের মধ্য দিয়ে র‍্যাম্প শো, নাচ, গান, খাওয়া দাওয়া, পরস্পরকে আবির মাখানো সহ আরও অনেক আয়োজন করা হয়। সাধারণ মানুষের প্রতি তাদের আবেদন, ট্রান্সজেন্ডার কমিউনিটি‌র হলেও আমরাও মানুষ। তাই আমাদের তাচ্ছিল্য না করে আমাদের পাশে থাকুন সকলে।”