মেলোরা মেন’স জুয়েলারি কালেকশন

মেলোরা মেন’স জুয়েলারি কালেকশন – কনটেম্পোরারি ও স্টাইলিশ পুরুষদের জন্য মেলোরা (www.melorra.com) নিয়ে এসেছে এই নতুন জুয়েলারি কালেকশন। এগুলির দাম শুরু হয়েছে ৬০০০ টাকা থেকে।

ডায়মন্ড ও গোল্ডের সংমিশ্রণে নির্মিত মেলোরা মেন’স জুয়েলারি কালেকশনের রেঞ্জে রয়েছে চেইন, ব্রেসলেট, স্টাড ইয়াররিং, পেন্ডেন্ট ও রিং। এই কালেকশনে আছে নানারকম টেক্সচার, জ্যামিতিক নকশা, মিনিমাল প্যাটার্ন, মাল্টি-টোনড (ইয়েলো ও হোয়াইট গোল্ডের মিশ্রণ) ও ক্লাসিক স্টাইলের জুয়েলারি।

মেলোরা মেন’স জুয়েলারি কালেকশন হল মডার্ন, বোল্ড ও ভার্সাটাইল। এগুলি তৈরি হয়েছে পুরুষদের প্রতিদিনের ব্যবহারের কথা মাথায় রেখে – সাশ্রয়ী ও কনটেম্পোরারি ডিজাইনে। মেলোরা প্রতিসপ্তাহে ৭৫টি ডিজাইন লঞ্চ করে থাকে। মেলোরার উদ্দেশ্য হল তাদের বিশাল জুয়েলারি রেঞ্জ থেকে প্রত্যেক ভারতবাসী যেন তাদের পছন্দের জুয়েলারি সাশ্রয়ী মূল্যে বাড়িতে বসেই ডেলিভারি নিতে পারেন। এই নতুন কালেকশন পাওয়া যাবে মেলোরার ২৩টি এক্সপিরিয়েন্স সেন্টারে এবং ডেলিভারি দেওয়া যাবে ২৬ হাজারেরও বেশি পিনকোড এলাকায়।