স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বৈঠক

মালদা জেলার শূন্য থেকে আঠারো বছর বয়সী ছেলেমেয়েদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া নিয়ে বৈঠক আয়োজিত হল জেলা প্রশাসনিক ভবনে।

পুজোর পর থেকে সমস্ত তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এই তথ্য সংগ্রহের মাধ্যমে জেলার ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা খতিয়ে দেখবে জেলা প্রশাসন। তথ্যের ভিত্তিতে স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে জেলা প্রশাসনের তরফে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সৌম্য ঘোষ, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা।