ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া যাবে না, জানানো হলো কেন্দ্রীয় সরকারের তরফে

চলতি বছরের শুরু দিকে যুদ্ধ পরিস্থিতির সূত্রপাত হলেও তা থামার কোনো নামই নেই৷ এই পরিস্থিতিতে দেশে ফেরানো হয়েছিল ইউক্রেনে থাকা ডাক্তারি পড়ুয়াদের। এবার আচমকাই জানানো হলো যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আপাতত নেই।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী, এমন কোনও সংস্থান তাদের পক্ষে করা সম্ভব নয়৷ গত ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে কোর্স অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে হয় হাজার হাজার পড়ুয়াকে। তাঁদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া।

মাঝপথে পড়া বন্ধ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন তাঁরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এর জন্য প্রয়োজন কেন্দ্রের অনুমোদন৷ কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, তেমন কোনও সংস্থান কেন্দ্রের হাতে নেই৷

সম্প্রতি রাজ্যসভায় এই বিষয়টি উত্থাপন করেছিলেন সাংসদ বিনয় বিশ্বম৷ জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পওয়ার জানান, যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ২০ হাজার পড়ুয়া ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছেন।

সেই সঙ্গেই তিনি জানান, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬ এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্ট, ২০১৯- অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের ভারতের মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি নেওয়ার কোনও সংস্থান নেই। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (এনএমসি) এ ব্যাপারে কোনও পড়ুয়াকে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ভারতের কোনও মেডিক্যাল কলেজে ভর্তি করার অনুমতি দেয়নি।