আগামী ২২ এবং ২৩ তারিখ শিলিগুড়িতে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। নতুন ইন্টেক ওয়েলের কাজ করার জন্য পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। এর আগে জুন মাসে তিনদিন পানীয় জল বন্ধ থাকার কথা থাকলেও দশদিনের মতো পানীয় জল পরিষেবা বন্ধ ছিলো। যার ফলে শহরের মানুষকে তীব্র জলকষ্টের মধ্যে পড়তে হতে হয়।
পাশাপাশি সাধারণ মানুষকে পানীয় জল সরবরাহ করতে হিমশিম খেতে হয় শিলিগুড়ি পুরসভাকেও। সেইসময় পুরসভার বিরুদ্ধে দূষিত জল খাওয়ানোরও অভিযোগ ওঠে। তাই এবার আগে থেকেই সতর্ক পুরসভা। এদিন নতুন করে আরো পাঁচটি জলের ট্যাঙ্কের উদ্ধোধন করেন মেয়র গৌতম দেব।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ২৫ টি জলের ট্যাঙ্কার পুরসভার, পাঁচটি ট্যাঙ্কার পি এইচ ইর এবং পুরসভার মোট তিরিশখানা ২০০০ লিটার জলের ট্যাঙ্ক রয়েছে যেগুলো দিয়ে পানীয় জল সরবরাহ করা হবে শহরজুড়ে। তাছাড়াও দুদিনে মোট দুলক্ষ জলের পাউচ প্যাকেটও বিতরণ করা হবে শহরজুড়ে।