শিলিগুড়ি পুরসভার অন্তর্গত সমস্থ গুরুত্বপুর্ন রাস্তা ম্যাস্টিক রোডে পরিনত করা হবে।শুধু তাই নয়, ভাঙ্গা বা দুর্বল সেতুগুলিকে নতুন করে বানানো হবে।বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার ২২ নম্বর ওয়ার্ড এর রাস্তা পরিদর্শনে গিয়ে জানালেন মেয়র গৌতম দেব।
এদিন এলাকার বাম কাউন্সিলর দীপ্ত কর্মকারকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন।অরবিন্দ পল্লি মেইন রোডে ৪৩ লক্ষ টাকা ব্যায়ে তৈরি করা হচ্ছে ম্যাস্টিক রোড।মুলত সেই কাজের গতি খতিয়ে দেখতে ওয়ার্ডে যান তিনি।
পরিদর্শনে গিয়ে নজরে আসে ২২ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সংযোগকারী সেই বেহাল সেতুটি।দ্রুত সেতুটি পুনঃনির্মান করা হবে বলে জানান মেয়র গৌতম দেব।