বিরোধী পক্ষের কেউ আলোচনা করেননি। এমনকি বিরোধীরা রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করলেও একবারও জিজ্ঞাসা করেনি। সেই ক্ষোভে রাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী দৌপ্রদি মুর্মু কে সমর্থন জানালেন মায়াবতী। আজ, শনিবার সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন BSP নেত্রী মায়াবতী।
সূত্রের খবর, তবে শুধু বিএসপি নয় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বে জেএমএম এবং জনতা দলেরও এনডিএর রাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন করার সম্ভাবনা রয়েছে৷ রাজনৈতিক মহলের হিসাব বলছে বিরোধী প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে মাত দিতে রাষ্ট্রপতির আসন দ্রৌপদী মুর্মুর ছিনিয়ে নেওয়া শুধু সময়ের অপেক্ষা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শীর্ষ নেতাদের সম্মতিতেই ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী (presidential Poll )হিসাবে বেছে নেওয়া হয়েছে। অনেকে ভেবে চিন্তেই বিজেপি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেই মত দিচ্ছে রাজনৈতিক মহল। দ্রৌপদী প্রার্থী হওয়ার কারণে বিজেডির ভোটও বিজেপির ঝুলিতেই আসবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পরেই দ্রৌপদী মুর্মুকে দেওয়া হয়েছে Z+ নিরাপত্তা। আগামী ১৮ জুলাই হতে চলছে রাষ্ট্রপতি নির্বাচন। দ্রৌপদী নাকি যশবন্ত কে হবেন ভারতের রাষ্ট্রপতি সেই ফলই জানা যাবে আগামী ২১ জুলাই।