মে মাস কে হাইপারটেনশন সচেতনতা মাস হিসেবে চিহ্নিত করেছে গ্লেনমার্ক

মে মাসকে হাইপারটেনশন সচেতনতা মাস হিসেবে চিহ্নিত করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড / গ্লেনমার্ক। এই উপলক্ষে দেশব্যাপী ১৪৩টি শহরে  ২১০টিরও বেশি হাসপাতাল এবং ক্লিনিকের ১০০০টিরও বেশি স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে পার্টনারশিপ করেছে গ্লেনমার্ক।

এছাড়া উচ্চ রক্তচাপ সম্পর্কে গণসচেতনতা তৈরি করতে ২১৪টি হাইপারটেনশন জনসচেতনতা র্যা লি এবং স্ক্রিনিং ক্যাম্পেরও পরিচালনা করেছে। এই উদ্যোগের ফলস্বরূপ, গ্লেনমার্ক সফলভাবে ১০ মিলিয়ন প্রাপ্তবয়স্কদের কাছে পৌঁছাতে পেরেছে এবং উচ্চ রক্তচাপ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সক্ষম হয়েছে।

গ্লেনমার্ক ভারতীয় জনসংখ্যার মধ্যে উচ্চ রক্তচাপ নির্ণয়ের বিষয়ে সচেতনতা বাড়াতে এবং প্রচারে এগিয়ে রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, টেলমা, গ্লেনমার্কের উচ্চ রক্তচাপ বিভাগে  শীর্ষস্থান দখল করেছে।