বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ অভিযান ছাত্র পরিষদের

শুক্রবার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের এই বিশেষ দিনে জলপাইগুড়ির বিভিন্ন রাজপথে বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ করে জাতীয় কংগ্রেস দলের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ।

এই প্রসঙ্গে সংগঠণের রাজ্যে সম্পাদক অরিজিৎ নিয়োগী বলেন, যে ভাষাকে রাষ্ট্র সংঘ স্বীকৃতি দিয়েছে যে ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু প্রাণ আত্মাহুতি দিয়েছিল।

আজ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে সেই বাংলা ভাষার প্রতি অবহেলা করার চিত্র , আজ আমরা বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় রাজ্যে তথা দেশের সমস্ত প্রান্তে যাতে ব্যাবহার করা হয় তারই দাবী জানাচ্ছি।