বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বহু কর্মীকে অযথা মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করছে গেরুয়া শিবিরের । এ নিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করল বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে বিজেপির পক্ষে থেকে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে । আজ বেলা ১টায় শুনানির সময় ধার্য করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
উল্লেখ্য এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন বিজেপির পার্টি অফিসে ভাঙচুর ও বিরোধী দলনেতাকে বেআইনিভাবে আটক করা হয়েছে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির । এদিকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুলিশকে বিজেপির পার্টি অফিসের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেয় । সোমবার, ১৯ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
মূলত, ১৩ সেপ্টেম্বর মামলার শুনানিতে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান, যাঁদের আটক করা হয়েছিল ইতিমধ্যে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে । তবে ভাঙচুরের জন্য প্রশাসন আইনত ব্যবস্থা নেবে । তাতে সম্মতি জানান প্রধান বিচারপতি । একই সঙ্গে তাঁর নির্দেশ, অযথা যাতে কাউকে আটকে রাখা না হয়, সেদিকে নজর দিতে হবে প্রশাসনকে।