ফের একাধিক ট্রেন বাতিলের নোটিস দিল রেল

Estimated read time 1 min read

এই সবে মিটেছে শিয়ালদা ডিভিশনের ট্রেনের সমস্যা। গত সপ্তাহের বৃহস্পতিবার মধ্য রাত থেকে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। কাল দুটোর পর থেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে স্বস্তি নেই সাধারণ মানুষদের। কারণ আজ থেকে আবার একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।

নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ই জুন সাময়িকভাবে বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল করা বন্ধন এক্সপ্রেস। এর পাশাপাশি ১০ তারিখ বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস। ১৭ জুন বাংলাদেশে মহাসমারোহে পালন করা হবে। তাই এই উৎসবের সময় বাংলাদেশে চলবে অতিরিক্ত ট্রেন। আর সেই কারণেই বিভিন্ন রুটে যাত্রা যাতে ঠিক থাকে, সেই কারণে বাংলাদেশ-ভারতের মধ্যে চলা তিনটি যাত্রীবাহী ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

ভারত এবং বাংলাদেশ উভয় দেশ নিজেদের মধ্যে আলোচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ভারতের কাছে অনুরোধ করা হয়েছিল যাতে বাংলাদেশের উৎসব ঈদ-উল-আজহার দিন সাময়িকভাবে মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস বন্ধ রাখা হয়। বাংলাদেশের এই অনুরোধ মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষ।

You May Also Like

More From Author