দুর্যোগ কবলিত হয়েছেন বাংলার বহু পর্যটক

Estimated read time 0 min read

বিগত একমাস ধরে লাগাতার বৃষ্টির ফলে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বিপর্যয়৷ হিমাচল প্রদেশ ট্রেকিংয়ে গিয়ে রাজ্যের সাতজন বাঙালি পর্যটক এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার তাঁদের ছিটকুলে পৌঁছানোর কথা থাকলেও সেখানে তাঁরা না পৌঁছনোয়, তাঁদের সন্ধানে আজ থেকে আইটিবিপি জওয়ানরা খোঁজার কাজ শুরু করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ বাংলার যেসব পর্যটক নিখোঁজ রয়েছেন তাঁরা হলেন মিঠুন দাড়ি, তন্ময় তিওয়ারি, সবিয়ান দাস, বিকাশ মাকাল, সৌরভ ঘোষ, রিচার্ড মণ্ডল এবং সুখেন মাঝি। উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে তারা পাহাড়ি এলাকার কোনও দুর্গম স্থানে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷

অন্যদিকে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। বুধবার পর্যন্ত নিখোঁজ অন্তত ১১ জন। এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। কোশি নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। এখনও পর্যন্ত ৩০০ মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ করে চলেছে এনডিআরএফ। ১৫টি টিম উদ্ধারকার্য চালাচ্ছে উত্তরাখণ্ডে। আটকে রয়েছে বহু পর্যটক। ইতিমধ্যেই হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকাগুলিতে পরিদর্শক করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি।

You May Also Like

More From Author