টেটের ওএমআর সিট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে কিছুদিন আগেই তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছেন। বড় বিষয় হল তাঁর বাড়ি থেকে বহু ওএমআর সিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। আর এতেই সন্দেহ বাড়ছে ২০২২ সালের ডিসেম্বর মাসে হওয়া টেট পরীক্ষা নিয়ে। তবে আশ্বাসের কথাই শুনিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

২০২২ সালের টেটের ওএমআর সিট সুরক্ষিত রয়েছে। সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এমনকি গৌতম পাল এটাও জানিয়েছেন যে, খুব তাড়াতাড়িই এই টেটের ফল প্রকাশ হবে। পাশাপাশি তাঁর আরও বক্তব্য, গত টেট পরীক্ষা কতটা সুরক্ষার মধ্যে দিয়ে করা হয়েছে তা আদালত জানে। এমনকি যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তাও বিরাট সুরক্ষার মধ্যে দিয়েই হচ্ছে। সুতরাং, ২০২২ সালের টেট নিয়ে কোনও আশঙ্কা নেই বলেই দাবি তাঁর।

এদিকে আদালতে কুন্তল ঘোষের নাম উঠতেই বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসেই তিনি প্রশ্ন করেন, কয়েক জন দুষ্কৃতী মিলে কি রাজ্যটাকে ধ্বংস করে দেবে? যদিও কুন্তল ঘোষের মামলা তাঁর এজলাসে আসেনি। কিন্তু আদালতে তাঁর প্রসঙ্গ উঠতেই কার্যত ক্ষোভ প্রকাশ করেন তিনি। কুন্তলের বিষয়ে ইডির কাছে তিনি জানতে চাইবেন বলে জানিয়েছেন বিচারপতি।