বিশাল আকৃতির বোয়াল মাছ দেখতে অসংখ্য মানুষের ভিড় জমছে বাজারে

নদীর পারেই বিশাল বোয়াল মাছ। মাছ তুলে বিক্রির উদ্দেশ্যে বাজারে আনতেই দেখার  ভিড়। কিন্তু কেনার লোক একেবারেই নেই। কেন এমনটা হলো। ঘটনা দিন বাজারের মাছ বাজারে। এইদিন একটি বিশাল আকৃতির বোয়াল মাছ তিস্তা নদীর থেকে ধরা পরেছিল। যা বাজারে আনতেই অসংখ্য মানুষের ভিড়।

এইবিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পরেছিল জলপাইগুড়ি শহর ছেড়ে বাকালি তিস্তা নদীর থেকে। এদিন সকালবেলা একটি বিশাল আকৃতির বোয়াল মাছ উদ্ধার করে কিছু মানুষ। স্থানীয় জাল দিয়ে সেই বোয়াল মাছটিকে ধরে। আর সেই বোয়াল মাছটি দেখতে দিন বাজারে আনতেই অসংখ্য মানুষের ভিড় জমে যায়।

তবে ব্যবসায়ীরা বলেন বোয়াল মাছটি অনেক দাম দিয়ে কিনে এনেও ক্রেতার দেখা এখানে মিলছে না। সবাই মাছটিকে কৌতুহল সূরে দেখছিল কিন্তু কিনছেন না কেউই। তাই এই বিশাল আকৃতির মাছটি কিনে আমি বিপাকে পরলাম।