টেবিল টেনিস খেলায় ফের দিশা দেখাতে চলেছে শিলিগুড়ির মান্টু ঘোষ

শিলিগুড়ি : টেবিল টেনিস খেলায় শিলিগুড়িকে ফের দিশা দেখাতে চলেছে অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্টু ঘোষ। অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামো দ্বারা শিলিগুড়িতে নতুন প্রশিক্ষণ কেন্দ্র শুরু হতে চলেছে এবার।  শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথাই জানান মান্টু ঘোষ।

আগামী ১১ জানুয়ারী বাবুপাড়ায় এই প্রশিক্ষণ কেন্দ্রটির শুভ সূচনা করা হবে। পাশাপাশি এদিন শিলিগুড়িতে টেবিল টেনিস খেলায় খ্যাত ব্যক্তিত্বদের সন্মানও জানানো হবে। এদিন সাংবাদিক বৈঠকে মান্টু ঘোষ জানান, শিলিগুড়িতে টেবিল টেনিস কে আরও জোড়দার করে তুলতে এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে।

বহুবার প্রশাসনের কাছে টেবিল টেনিস খেলার পরিকাঠামো উন্নতমানের দাবি জানানো সত্ত্বেও কোনো কাজ হয় নি। যেকারণে এবার নিজেস্ব প্রয়াসে মান্টু ঘোষ সহ আরও ৫জন টেবিল টেনিস কোচ একত্রিত হয়ে এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রটির শুভারম্ভ করতে চলেছে। পাশাপাশি উত্তরবঙ্গে এমন অত্যাধুনিক টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্র এই প্রথম বলে দাবি মান্টু ও বাকি কোচদের।