চলতি সপ্তাহেই ফের তলব করা হল মণীশ জৈনকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহেই শিক্ষা দফতরের প্রাক্তন প্রধান সচিব মণীশ জৈনকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ৭ দিনের ব্যবধানে ফের মণীশ জৈনকে তলব। আগামী শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় অনেক নথির বর্তমানে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সিবিআই এর আশঙ্কা মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত নিখোঁজ নথির হদিস মিলতে পারে।

প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির তদন্তের ভিত্তিতে একসময় এই উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই সূত্র ধরেই গত সপ্তাহে শিক্ষা সচিবকে ডেকে পাঠানো হয়েছিল। সেই সময় টানা ছ’ঘণ্টা তাকে জেরা করা হয়। তার ঠিক এক সপ্তাহের ব্যবধানে ডাক পড়লো। আগামী ২৩ জুন তাকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।