অ্যাকশন-প্যাকড পোকারের ফাইনালে মনীশ

আড্ডা৫২ চ্যাম্পিয়ন্স লিডারবোর্ড(এসিএল) ২০২১-এর ৯ জন ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নিলেন শিলিগুড়ির বাসিন্দা ৩৫ বছরের মনীশ। উল্লেখ্য, এক বছরব্যাপী এই লিডারবোর্ড প্রোগ্রামটি শেষ হয় ৩১ ডিসেম্বর। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি গোয়ার ডেল্টিন রয়্যালে অ্যাকশন-প্যাকড পোকারের ফাইনালে আটজন খেলোয়াড়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিলিগুড়ির মনীশ। এই অ্যাকশন-প্যাকড পোকারের পুরস্কার মূল্য হল ২০ লাখ টাকা।

 ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, জয়পুর, জম্মু, পুনে ও রায়পুরের ফাইনালিস্টদের সাথে প্রতিদ্বন্দিতা করবেন মনীশ।কেমিক্যাল ইঞ্জিনিয়ার মনীশ তার বন্ধুদের সাথে কলেজে এই পোকার খেলা শুরু করেন। অবশেষে নিজ দক্ষতার জোরে তিনি ২০২১ সালে ডেল্টিন পোকার টুর্নামেন্টে প্রথম রানার আপ পজিশন নিশ্চিত করেন। এরপরই খেলার প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে।

 অবশেষে ১৮৭ জন খেলোয়াড়কে হারিয়ে তিনি চলতি মাসে ২৫ লাখ টাকার ন্যানো প্রধান ইভেন্ট জেতেন।মনীশ বলেন, অ্যাকশন-প্যাকড পোকারের ফাইনালে জেতার জন্য অনেক বেশি মনোযোগী হতে হবে তাকে।