আবারও জামিন পেছালো মানিক পুত্রের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের বহু নেতা-বিধায়ক সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিক।

জেলেই দিন কাটছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার ছেলে শৌভিক ভট্টাচার্যের। তবে এবারেও প্রাক্তন পর্ষদ সভাপতির ছেলেকে জামিন দিল না আদালত। শৌভিকের জামিনের বিরোধীতা করে আদালতে ইডি জানায়, তার বিরুদ্ধে নতুন তথ্য মিলেছে।

ইডি জানায়, রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। পাশাপাশি একটি ক্লাবের আর্থিক লেনদেনেও জড়িত। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে। প্রসঙ্গত নিয়োগ মামলায় গত ফেব্রুয়ারি মাসে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে শৌভিককে হেফাজতে নেয় ইডি।