মালদা : মালদা মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশ। আর এই প্রশাসনিক কাজে খানাপিনা সারলেন তৃণমূলের নেতাকর্মীরা। মানিকচক বিডিও অফিসে রীতিমতো প্যান্ডেল খাটিয়ে চলল মহাভোজ। কবজি ডুবিয়ে খেলেন শাসকদলের নেতারা। তাও আবার অভিযোগ সেটা সরকারি টাকায়। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মণ্ডলকে প্রশ্ন করা হলে রীতিমতো হুমকি দিয়ে ক্যামেরা বন্ধের নির্দেশ দিলেন সাংবাদিককে।পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার দাবি ভোজ ও উপহার মিলিয়ে আনুমানিক ৪ লক্ষ টাকার খরচ ধরা হয়েছে।
এই দিন বহিরাগত ক্যাটারিং রান্না করেছে নানা রকমারি পদ। মেনুতে পোলাও মাংস মাছ কোন কিছুই বাদ নেই। ভোজে আমন্ত্রিত পঞ্চায়েত সমিতি সদস্য তাদের পরিবার।শাসক দলের ছোট-বড় নেতা ও তাদের অনুগামীরা।সব মিলিয়ে প্রায় ৩০০ জনের পেটপুরে খাবারের আয়োজন। খাবারের পাশাপাশি ছিল নতুন বছরের ডায়েরী এবং পেন উপহার। বিরোধী দলের অভিযোগ সবটা হয়েছে সরকারের টাকায় অর্থাৎ জনগনের টাকায়। সমস্ত খরচ যে সরকারি টাকায় করা হয়েছে তা খোদ স্বীকার করে নিয়েছেন সভাপতি পিংকি মণ্ডল।
তিনি জানান, রীতি মেনেই মহাভোজের আয়োজন করা হয়েছে। তবে সরকারের টাকায় দেদার দলীয় কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন করতেই রীতিমতো রেগে আগুন হয়ে ওঠেন তিনি। মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডল জানান, সরকারি আমলারা বর্তমানে শাসকদলের হাতের পুতুল। ইতিমধ্যেই সমস্ত কাজ পেটোয়া ঠিকাদারদের বিক্রি করে দেওয়া হয়েছে মোটা টাকার বিনিময়ে। হয়তো বা পেটোয়া ঠিকাদাররায় এই ভোজের আয়োজন করেছিল।