জেলে বসেই আইনের লড়াইয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মানিক

রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এখন পড়াশুনো শুরু করেছেন নিয়োগ দুর্নীতির অভিযুক্ত মানিক ভট্টাচার্য। আইনের প্যাঁচ থেকে নিজেকে আর পরিবারের লোকেদের ছাড়াতে এবার সারাদিনই সেলের ভিতরই ‘পড়াশোনা’য় মগ্ন হলেন তিনি।

গত কয়েকমাস ধরেই তিনি নিজে প্রেসিডেন্সি জেলে বন্দি। এর পর ইডির হাতে গ্রেফতার হয়ে সংশোধনাগারে যান মানিক ভট্টাচার্যর ছেলে শৌভিক ভট্টাচার্য। স্ত্রী শতরূপাও বন্দি হয়ে রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে।

জানা গিয়েছে, ইডির অভিযুক্ত মানিক ভট্টাচার্য সংগ্রহ করেছেন চার্জশিটের কপি। তাঁর বিরুদ্ধে পেশ হওয়া ইডির চার্জশিটের কপি ছাড়াও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে পেশ হওয়া অতিরিক্ত চার্জশিটের কপিগুলিও ঘনিষ্ঠদের মাধ‌্যমে সংগ্রহ করেছেন তিনি। একই সঙ্গে জোগাড় করেছেন আইনের বইও। যেহেতু তিনি নিজে আইনজ্ঞ ও আইন কলেজের প্রাক্তন অধ‌্যক্ষ, তাই নিজেই আইনের লড়াইয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।