ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই আয়োজিত হল ‘মানস স্মৃতি গোল্ড কাপ’

চতুর্থ বর্ষেও জমে উঠলো “মানস স্মৃতি গোল্ড কাপ”। সেন্ট্রাল কলোনি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার ও রবিবার এনজেপি রেলওয়ে ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হলো দিবারাত্রি “মানস স্মৃতি গোল্ডকাপ” ফুটবল টুর্নামেন্। এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। এই দ্বি দিবসীয় ফুটবল টুর্নামেন্টে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যায় চোখে পরার মতো। মূলত শহরে বিশেষ করে উত্তরবঙ্গে ফুটবলের মান উন্নত করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট বলে এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

রবিবার এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে মুখোমুখি হয় শিলিগুড়ি পাতি কলোনি স্পোর্টিং ক্লাব এনজেপি আমরা কজন ক্লাব। এ দিনের খেলায় ২-১ গোলে আমরা কজনকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হল পাতি কলোনী স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন দলকে দেড় লক্ষ টাকা ও ট্রফি, রানার্স দলকে এক লক্ষ টাকা ও ট্রফি প্রদান করা হয়।

এদিনের ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজেপি থানার আইসি সনম লামা সহ শহরের  প্রাক্তন খেলোয়াড়েরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে সৌরভ নাথ জানান,, আগামী বছর এই খেলাকে আরো রঙ্গিন ও আকর্ষণীয় করে তোলা হবে যাতে ফুটবলের প্রতি উত্তরবঙ্গের মানুষের আগ্রহ বাড়ে।