বড় মন্তব্য মমতার

লক্ষ্য এখন একটাই, চলতি বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা নিয়ে দিলেন বড় বার্তা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচার লড়াইয়ে তৃণমূল সরকারি প্রকল্পগুলোকেই হাতিয়ার করছে তা ফের পরিষ্কার হয়ে গেল।

মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও, রাজ্য সরকার দেবে বার্ধক্য ভাতা।” এই ভাতা পাচ্ছেন প্রায় ৭৬ হাজার মানুষ। অভিষেক বলেন, তাঁর এলাকার মানুষদের তিনি আজীবন বয়স্ক ভাতা দেবেন। রাজ্য সরকার কিছুদিনের মধ্যে এই প্রকল্পের টাকা দেওয়া চালু করবে বলে জানান তিনি।

আজ মুখ্যমন্ত্রী আরও বলেন, “বকেয়া কোটি কোটি টাকা আমাদের দিচ্ছে না কেন্দ্র। ৭৬টা দল এসেছে। তাও টাকা আটকে রেখেছে। আমি নিজেও বৈঠক করেছি প্রধানমন্ত্রীর সাথে।” পাশাপশি মুখ্যমন্ত্রী জানান, জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে সব বাড়িতে পোঁছে যাবে জল।