রেফার রোগ আটকাতে ব্যর্থ মমতার প্রশাসন! রাজ্যের পাঁচ জেলাকে সতর্কবাণী

রেফার রোগে উদ্বেগে নবান্ন। রাজ্যের পাঁচ জেলাকে সতর্ক করল নবান্ন। মূলত,রেফার রোগ আটকানোর জন্য নবান্নের তরফে সম্প্রতি কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরেও দেখা যাচ্ছে রাজ্যে কয়েকটি জেলায় রেফার রোগ আটকানো যাচ্ছে না। কার্যত ব্যর্থ রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

নবান্ন সূত্রে খবর, বসিরহাট,মালদা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই পাঁচ জেলায় রেফার রোগ আটকাতে ব্যর্থ হওয়ায় কার্যত উদ্বিগ্ন নবান্ন।

জানা গেছে, বসিরহাট- ৭.৯১%, মালদা – ৭.৫৫% ,বাঁকুড়ায় -৭.৩৮ % ,পশ্চিম মেদিনীপুর জেলায় ৭.২৪ % এবং বীরভূম জেলায় ৬.০১% এই পাঁচ জেলায় রেফার রোগের এই প্রবণতা যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে নবান্নের। সেই জন্য এই পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আরও একটি আশার খবর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, পুরুলিয়া এই পাঁচ জেলাতে রেফার রোগের প্রবণতা আটকানো গেছে তা নিয়েও আশা প্রকাশ করেছে নবান্ন।