দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে সংক্রমণ সংখ্যা দ্বিগুণ হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৪১ জন। যে কারনে চতুর্থ ঢেউ নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। আর এই দোলাচলের মাঝে আগামী বুধবার সামগ্রিক পরিস্থিতি বুঝতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ট্যুইটবার্তায় রবিবার প্রধানমন্ত্রী জানান, ২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ তিনি ভিডিও কনফারেন্স করবেন। সব রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রীদের কাছে। তারপর আলোচনাক্রমে প্রয়োজনে ফের নতুন কোভিড গাইডলাইন তৈরি হবে বলে খবর।
এদিকে, প্রধানমন্ত্রীর বৈঠকের বার্তা নবান্নতে এসে পৌঁছেছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। যতদূর জানা যাচ্ছে, এই বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রী জানতে চাইতে পারেন সংশ্লিষ্ট রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে দাবি করেছেন নবান্নের এক আধিকারিক। এখনই উদ্বেগের পরিস্থিতি বাংলায় নেই বলেই জানিয়েছেন তিনি। তবে রাজ্যের কোভিড পরিস্থিতির কথা প্রধানমন্ত্রী জানতে চাইলে তা তুলে ধরা হবে রাজ্য প্রশাসনের তরফে।