২০২৪শে প্রধানমন্ত্রী হবেন মমতা, মুখ্যমন্ত্রী অভিষেক , ‘ভবিষ্যদ্বাণী’ তুলে ধরলেন অপরূপা

বিজেপির দমকা হাওয়াকে থমকে দিয়ে একুশে বিধানসভা ভোটে নিজের ক্ষমতা ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের হ্যাটট্রিকও গড়েছেন। তবে এবার রাজ্যের শাসকদলের লক্ষ্য দিল্লীর মসনদ থেকে মোদীকে সরানো। অর্থাৎ ২০২৪শে মোদি ও মমতার লড়াই দেখতে চলেছে দেশবাসী। সেকথাই আজ স্পষ্ট করে দিয়েছেন সাংসদ অপরূপা পোদ্দার। এক টুইট মারফত সাংসদ অপরূপা পোদ্দার জানিয়েছেন ”২০২৪ সালে আমাদের দিদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন”। পাশাপাশি ২০৩৬ সাল নয়, ২০২৪ সালেই বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়! তৃণমূলের এই সাংসদ আরও লিখেছেন, ”আমি চাই,আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবরর্ধন জগদীপ ধনকরের থেকে বাংলায় ২০২৪ এ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।”

উল্লেখ্য, গতকাল ২রা মে তৃতীয় মমতা সরকারের বর্ষপূর্তির দিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ফেসবুক পোস্টে লিখেছিলেন, ”তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি। তবে কুণাল ঘোষের এই ফেসবুক পোস্টের পর এদিন অপরূপা পোদ্দারের এই টুইট বুঝিয়ে দিল যে, ২০২৪ লোকসভা ভোটের লড়াইটা বিজেপি ও কংগ্রেসের মধ্য নয়, লড়াই বিজেপি ও তৃণমূলের মধ্যে হতে চলেছে।