মমতাকে অশ্লীল মন্তব্য! শাস্তি হতে পারে দিলীপ ঘোষের?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যে কারণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের গ্রেপ্তারির দাবি তুলেছেন। এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব তৃণমূল কংগ্রেস। তাই এবার রাজভবনে যাচ্ছে ৮ সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল।তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় রাজ্যপালের কাছে যাবেন তৃণমূলের নেতা- নেত্রীরা।

আরও জানা গিয়েছে, এই ৮ সদস্যের প্রতিনিধি দলে থাকবেন, ব্রাত্য বসু, কুনাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যপালের কাছে দিলীপ ঘোষের শাস্তির দাবি জানাবেন তারা। সূত্রের খবর, দলনেত্রী এই অপমান কিছুতেই বরদাস্ত করবেন না তারা।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ – সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে গিয়ে অশ্লীল মন্তব্য করে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে। এদিন তিনি বলেন,‘ বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে। বাবা – মায়ের ঠিকানা নেই না কি! যেখানে যা ইচ্ছা বলে দেবেন এটা হয় না নাকি? দিলীপ ঘোষের অশ্লীল বক্তব্য প্রকাশ্যে আসার পরেই ক্ষোভে ফেটে পরে রাজ্যের শাসক দল। ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে।