আজ দুর্গা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মমতার

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। এই উৎসবের জন্য সারা বছর অপেক্ষায় থাকে আপামর বাঙালি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর জন্য কোমর বাঁধছে পুজো কমিটি থেকে প্রশাসন। প্রত্যেক বারের মতো পুজো কমিটি গুলোকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

পুজো কমিটি গুলিকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

সোমবার রাজ্যের সব কমিটিকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার কলকাতার পুজো কমিটির সঙ্গে বৈঠকে থাকছে জেলার পুজো কমিটিগুলিও। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন, সে দিকে তাকিয়ে রয়েছে পুজো কমিটির উদ্যোক্তারা। এবার কি তাহলে মুখ্যমন্ত্রী অনুদান নিয়ে বড় কোনও ঘোষণা করবেন? প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে। উল্লেখ্য,গত কয়েক বছর ধরে ৫০ হাজার টাকা করে অনুদান পাচ্ছে কলকাতা সহ জেলার পুজো কমিটিগুলি