পুলিশ দিবসের আগে একাধিক বড় ঘোষণা মমতার

পুলিশ দিবসের আগে একাধিক বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক ছিল। সেই বৈঠক থেকে মমতা ঘোষণা করেন,কনস্টেবলের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা বাড়িয়ে করা হল ৩০ বছর।

এদিন মমতা জানিয়েছেন, প্রশিক্ষণ নিতে অনেক সময় চলে যায়৷ কোনও পুলিশকর্মী মারা গেলে, তাঁর পরিবারের কোনও সদস্য চাকরি পান। তাঁদের ক্ষেত্রে দৈহিক মাপজোক চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না বলে জানালেন মমতা৷ দৈহিক উচ্চতার নিরিখেই তাঁদের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পদোন্নতিতেও বাড়ল বয়সসীমা৷ বাড়ল পুলিশের গাড়িচালকদের বেতন৷ কলকাতা পুলিশের এসিপি-ডিসিপি ইউনিফর্ম অ্যালাউন্স ১৫ হাজার টাকা। ‘সমস্ত র‍্যাঙ্কের পুলিশ কর্মীদের ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে।