এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ, গ্রেফতার করা হয়েছে তাকে। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এদিন চরম ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বললেন, এখন মিডিয়া ট্রায়াল চলছে, তা তিনি মানেন না। একই সঙ্গে তাঁর বক্তব্য, কাজ করতে গেলে ভুল হয়। সবাই ভুল করে। ভুল করলে শাস্তি হবে, যদি তা প্রমাণিত হয়। কিন্তু সবকিছু হওয়ার আগেই মিডিয়া অনেক কিছু বলে দিচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা।
তিনি বলেন, ‘কারোর না কারোর কিছু ভুলভ্রান্তি হতেই পারে। যদি কেউ ভুল করে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে। যদি কেউ ভুল করে তাহলে শাস্তি হবে। যদি কেউ ভুল করে, যদি আইনি প্রমাণিত হয়, নিশ্চয় তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে।’
এই প্রসঙ্গেই তিনি আরও বলেন, বিচারক কিছু বলার আগেই মিডিয়া চোর বানিয়ে দিচ্ছে। কিন্তু তাদের মধ্যেও যে কত বড় বড় চোর আছে সেটা তাঁরা দেখতে পায় না। তাঁরা কিন্তু নানা দালালি করে খায়, তাদের মধ্যে অনেকেই সবাইকে চোর বানায়।
পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ঠিক ২১ জুলাইয়ের পরেই কেন অভিযান হল? ভোরবেলা বা মধ্য রাতে কেন হল? এই প্রেক্ষিতেই তাঁর নিশানা, এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি সরকার। কিছু করতে দেবে না, শুধু বাংলাকে বদনাম করবে এঁরা। এটাই উদ্দেশ্য, এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী।