লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পাল্লা দিয়ে উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিও। আর এরই মধ্যে ভোটের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের পঞ্চায়েত ভোটে রাজ্যের বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচার করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। আর তা শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহেই। আর তা শুরু হচ্ছে কোচবিহার থেকে। পঞ্চায়েত ভোটের প্রচার পর্বে আগামী সোমবার (২৬ জুন) কোচবিহারে প্রথম জনসভা করার কথা রয়েছে মমতার।
উল্লেখ্য, এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার জেলা থেকেই। আর এবার দলের সুপ্রিমোও পঞ্চায়েতের প্রচারে নামছেন সেই কোচবিহার থেকেই। রাজ্য রাজনীতি বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গকেই এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল শিবির।