অবশেষে সমাপ্ত হলো বেশ কিছুদিন ধরে চলতে থাকা টালবাহানা। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই। কিন্তু তাঁর ইস্তফার পর পাঁচদিন কেটে গেলেও নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেননি। কে মুখ্যমন্ত্রী হবেন, তা ঠিক করতেই নাজেহাল অবস্থা হয় কংগ্রেসের।
অনেক টালবাহানার পর জানানো হয়, কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে বসছেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার। কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল, কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধু দলের শীর্ষনেতৃত্বই নয়, আমন্ত্রণ জানানো হবে সমমনস্ক অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদেরও। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই আমন্ত্রিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বৈঠক করে কর্নাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই তিনি জানান, সমমনস্ক রাজনৈতিক দলগুলিকেও আমন্ত্রণ জানানো হবে শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য।