অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রক্ষাবন্ধন – অর্থাৎ রাখিপূর্ণিমায় মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’-য় গিয়ে তাকে রাখি পরিয়েছেন। আর সেখান থেকেই প্রবীণ অভিনেতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানান তিনি। মমতা বলেন, ক্ষমতায় থাকলে আগেই অমিতাভকে ভারতরত্ন দিতেন।

বৃহস্পতিবার ও শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে দেশের প্রধান বিরোধী জোটের তৃতীয় বৈঠক। বুধবার রাখিপূর্ণিমার দিন সেখানে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন। তিনি মুম্বাই গেলে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সাথে দেখা করার পরিকল্পনা করেছিলেন। এমনকি অমিতাভও রাখি পরবেন। আর পরিকল্পনা মতো বুধবার বিকেলে বলিউড শাহেনশার বাড়ি ‘জলসা’ পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী। এরপর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। রাখিচ পরান প্রবীণ অভিনেতাকে।

অমিতাভের পরিবারের সঙ্গে সময় কাটানোর পর বাড়ির বাইরে পাপারাজ্জিদের মুখোমুখি হন মমতা। আর সেখানেই তিনি অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি জানান।
মমতা বলেন, “আমরা ক্ষমতায় থাকলে অনেক আগেই অমিতাভকে ভারতরত্ন দিতাম। তিনি দেশের রত্ন। তিনি এই সম্মানের যোগ্য দাবিদার। একই সঙ্গে মমতা বলেন, তিনিও আমন্ত্রণ জানিয়েছেন। পুজোর সময় কলকাতায় অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার।

এত বছরে ফিল্ম ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজন শিল্পীই ভারতরত্ন পেয়েছেন।সেই তালিকায় অমিতাভের নাম যোগ করতে চান মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় জলসায় পৌঁছানোর পর বচ্চন পরিবার তাকে স্বাগত জানায়। অমিতাভ ও জয়া ছাড়াও সেখানে ছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আরাধ্যা বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা, নভ্যা নভেলি নন্দারা। মমতা বাড়ি থেকে বেরিয়ে তাঁদের সঙ্গে ছবি তোলেন।