এটা ইউপি নয়,এটা বাংলা, অন্যায় করলে শাস্তি পায়: মমতা

বাংলার বিধানসভা নির্বাচনে হারের এক বছর পর বাংলায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বৃহস্পতিবার শিলিগুড়িতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সরকারকে আক্রমণ করলেন। একই দিনে কলকাতায় অস্থায়ী তৃণমূল ভবনে রাজ্য কমিটির বৈঠকের পর পালটা জবাব দিলেন মমতাও। শাহের উদ্দেশে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, ‘বাংলা নিয়ে ভাবার দরকার নেই, আপনারা আগে দিল্লি সামলান।’
মমতা বলেন, ‘উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে। বাংলায় এসব কখনও হয় না। আমি আমাদের কেউ দোষ করলে তাঁকেও ছাড়ি না। মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প রয়েছে। কৃষক, খেতমজুরদের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়।’ তিনি আরও বলেন, ‘কেউ যদি বলে বাংলায় যেও না, গেলে খুন হয়ে যাবে, সেসব শুনলে গায়ে লাগে। বাংলা ইজ বেটার দ্যান এনি আদার স্টেট (যে কোনও অন্য রাজ্যের থেকে বাংলা ভাল)।’

এদিকে শিলিগুড়িতে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, সিএএ হবেই। করোনা কাল কেটে গেলেই সিএএ হবে। পালটা মমতা বললেন, ‘বাংলায় কোনও সিএএ হতে দেব না।’ মুখ্যমন্ত্রী বলেন, দেশের নাগরিক সবাই, তাঁদের জন্য আবার সিএএ কীসের জন্য? এই নাগরিকরাই তো ভোট দিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহকে। সাম্প্রতিক কালের বগটুই থেকে হাঁসখালি কাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণের জবাবে দিল্লি-উত্তরপ্রদেশ দেখালেন মমতা