এবার ভারতীয় টিমের অনুশীলনে গেরুয়া রঙের জার্সি নিয়ে প্রশ্ন তুললেন মমতা ব্যানার্জি

প্রতিবারের মত এবারও শুক্রবার সন্ধ্যায় কলকাতার পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এবং সেখানে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন জার্সির রং বদল নিয়ে অভিযোগ করলেন তিনি।মুখ্যমন্ত্রীর অভিযোগ, “সবকিছুতে গেরুয়া রং করে দেওয়ার রাজনীতি চলছে।”এমনকী নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন যে ‘মায়াবতীকে ছাড়া এখনও অন্য কাউকে দেখিনি নিজের মূর্তি বসাতে। কিন্তু এখন তো কথায় কথায় ‘নমস্তে’র নামে হচ্ছে। তবে এটা কখনও চলতে পারে না। দেখনদারিতে মাঝে মাঝে লাভ হলেও কিন্তু চিরদিন লাভ হতে পারে না।”

এছাড়াও এদিন তিনি জানান যে, পোস্তায় অ্যাগ্রো মার্কেটিং সেন্টারও গড়বে রাজ্য।
অন্যদিকে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারামকে বলেন যে, তিনি কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এই সেন্টার গড়ে তোলার বিষয়ে উদ্যোগী হতে চান।  এছাড়াও মুখ্যমন্ত্রী মার্চেন্ট অ্যাসোসিয়েশন-এর মঞ্চ থেকেই চন্দননগর ও বারাসতসহ আরও বেশ কয়েকটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন।