মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আজ বিভিন্ন জায়গায় কালী পূজোর উদ্বোধন হতে চলেছে

মুখ্যমন্ত্রী বিগত কয়েক বছর ধরেই শহরের বিখ্যাত পুজো মণ্ডপগুলির উদ্বোধন করে আসছেন। কিন্তু এ বছর তাঁর পায়ে চোটের কারণে তিনি মণ্ডপে না গিয়ে বাসভবন থেকে জেলার একাধিক পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন। কিন্তু আগের থেকে তিনি এখন অনেকটা সুস্থ। নবান্নেও যাতায়াত শুরু করেছেন।

এছাড়াও চলতি সপ্তাহ থেকেই শহরবাসী কালীপুজোর আবহ টের পেতে শুরু করবেন। সূত্রের খবর অনুযায়ী, আজ বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক সেরেই বিকেল থেকেই  কালীপুজো উদ্বোধনে বেরবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কালীপুজো ১২ তারিখ অর্থাৎ রবিবার। তবে মুখ্যমন্ত্রীর হাত ধরেই বুধবার দর্শনার্থীদের জন্য বিখ্যাত পুজোমণ্ডপগুলি আগে থেকেই খুলে দেওয়া হবে এবং শোনা যাচ্ছে, এবার তিনি সশরীরে পূজো মণ্ডপ গুলিতে গিয়েই পুজোর সূচনা করে দেবেন।