গোটা রাজ্যে স্কুল-কলেজ খুলেলেও শিলিগুড়ি মহিলা কলেজ খোলেনি। কলেজে ছাত্রীরা আসছে তাদের থার্মাল গান,মাক্স দেওয়া, স্যানিটাইজার করা ক্লাস রুম পরিস্কার করে রাখা কোন কিছুই করা হয়নি। সকাল ১০টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে বারোটা বেজে গেল ক্লাস শুরু করা হয়নি। কলেজে অধিকাংশই অধ্যাপক কলেজে আসেনি। ১২টা পার হয়ে গেলে কলেজের অধ্যাপকরা একে একে আসতে দেখা গেল। শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় এক প্রাক্তন ছাত্রী বলেন ঘড়ির কাটায় ১১টা বাজলেও কলেজে ঝাঁর দেওয়া হয়নি, অপরিষ্কার অবস্থায় পরে রয়েছে কলেজ, এমনকি দু একজন অধ্যাপক ছাড়া কোন অধ্যাপক কলেজে আসেননি। এমনকি নতুন ছাত্রীরা কলেজ আসলেই অপরিষ্কার জন্য রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ বিষয়ে শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় প্রধান অধ্যাপক সুব্রত দেবনাথ জানান, সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন আমরা কলেজের গেটের সামনে মাক্স ,স্যানিটাইজার ,থার্মাল গান করোনার যে স্বাস্থ্যবিধি রয়েছে তা সম্পূর্ণ করা হচ্ছে। প্রতিটি ক্লাসে আমি নিজে গিয়ে ভিজিট করেছি এবং ক্লাস চালু রয়েছে।