রাতে বাসে ভাঙচুর দুষ্কৃতীদের, প্রতিবাদে মালদহ-নালাগোলা রুটে কর্মবিরতি

মালদহের বামনগোলার নালাগোলা বাসস্ট্যান্ডে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে প্রায়ই বাস ভাঙচুর করে। এর প্রতিবাদে বুধবার বাস বন্ধ রেখে কর্মবিরতি পালন করলেন বাস মালিক ও কর্মীরা। এর ফলে এদিন সকাল থেকে মালদহ-নালাগোলা রুটে কোনও বাস চলেনি। এতে দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। অফিস, আদালত, স্কুল কলেজে যেতে অনেকে দুর্ভোগে পড়েন। বাস মালিক ও পরিবহণ কর্মীদের অভিযোগ,মাঝেমধ্যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাস ভাঙচুর করছে। কখনও কাচ ভেঙে দিচ্ছে তো কখনও চাকার হাওয়া খুলে দিচ্ছে। বিষয়টি পুলিসকে লিখিতভাবে জানালেও তারা কোনও পদক্ষেপ করছে না।  যদিও পুলিস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। 

মালদহ-নালাগোলা রুটের এক বাস মালিক উত্তম ভগৎ বলেন, রাতের অন্ধকারে বাসের কাচ ভেঙে দেওয়া, বাসের চাকার হাওয়া বের করে দেওয়ার মতো অত্যাচার শুরু হয়েছে। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতিবাদে পরিবহণ কর্মীরা এদিন বাস রাস্তায় নামাননি। এবিষয়ে মালদহ বাস মিনিবাস ওনারর্স অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা কাজল রায় বলেন, এদিন সকাল থেকে  বাস চলাচল বন্ধ রয়েছে। নালাগোলা বাসস্ট্যান্ডের বিষয়ে সুরাহা না হলে কোনও বাস চলাচল করবে না। আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি।

মালদহ-নালাগোলা রুটে বামনগোলা, হবিবপুর  পুরাতন মালদহ এই তিনটি ব্লকের বাসিন্দারা যাতায়াত করেন। এছাড়াও দক্ষিণ দিনাজপুরের তপন  থেকেও বাসিন্দারা ওই রুটে বাসে যাতায়াত হয়। সদর শহর ইংলিশবাজার, পুরাতন মালদহ থেকে অনেকে অফিস, স্কুল কলেজে যান। নালাগোলায় দুষ্কৃতীদের তাণ্ডবে আগাম কোনও ঘোষণা ছাড়াই এদিন বাস পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়েন। যাত্রীদের রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে। বাস না পেয়ে অনেকে  অটো টোটো, ছোট গাড়িতে অনেকে ঝুলে ঝুলে নিজের গন্তব্যস্থলে পৌঁছন।