মালদা : প্রায় দশ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করলো মালদা টাউন স্টেশন জিআরপি। বিহারের কাটিহার জেলা থেকে মালদা টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া- কাটিহার ট্রেনে জেনারেল কামরা থেকে ওই মাদক কারবারীকে গ্রেপ্তার করে মালদা টাউন স্টেশন জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ৯৮ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা বলে জিআরপি সূত্রে জানা গিয়ে। বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় ডাউন কাটিহার – হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়।ওই কামরার জনৈক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটায় প্লাস্টিকের মোড়ানো এই ব্রাউনসুগারগুলি মজুত রেখেছিল। এরপরই জিআরপির কর্তব্যরত অফিসারেরা ওই মাদক কারবারীকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে।
মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইসমাইল শেখ (৩৯)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনীচক এলাকায়। মূলত নাগাল্যান্ডের দিমাপুর থেকে মাদক কারবারীদের একটি র্যাকেটের কাছ থেকে এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ধৃত ওই ব্যক্তি। একটি খাওয়ারের টিফিন কৌটায় পরপর চারটি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে এই ব্রাউন সুগারগুলি মজুত করা হয়েছিল। অভিনব কায়দায় সেই খাওয়ারের টিফিনকারী জেনারেল কামরার সিটের নিচের কোন এক কোনায় রাখা হয়েছিল। ধৃত ওই ব্যক্তি প্রথমে এনজিপি স্টেশনে আসে সেখান থেকে কাঠিয়ার আসে এবং কাঠিয়ার থেকে কাঠিয়ার হাওড়া ডাউন এক্সপ্রেস ধরে সে মালদাতে আসতে গেলেই জিআরপি পুলিশের হাতে সে ধরা পড়ে যায়।
মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কিলো ৯৮ গ্রাম ব্রাউন সুগার। অত্যন্ত উন্নতমানের এই ব্রাউন সুগারগুলি মুর্শিদাবাদের সীমান্তের ওপার পাচার করা পরিকল্পনা নেওয়া হয়ে থাকতে পারে।দশ কোটি টাকারও বেশি ব্রাউন সুগারের দাম থাকতে পারে বলে আপাতত অনুমান করা হচ্ছে। যদি ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মালদা আদালতের মাধ্যমে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।