মালদায় তৃণমূল কর্মীরা দুয়ারে সরকার প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেন

দুয়ারে সরকার প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের পাশে এগিয়ে এলো তৃণমূলের মহিলা কর্মীরা। প্রখর রৌদ্রকে উপেক্ষা করে মহিলা তৃণমূল কর্মীরা আবেদনকারী অন্যান্য মহিলাদের নানান রকম ভাবে সাহায্য করেন। মঙ্গলবার মালদাজেলার কালিয়াচক ১ ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয় দুয়ারে প্রকল্প কর্মসূচি । এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী, লক্ষী ভান্ডার, কৃষক বন্ধু সহ এরকম বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন কারীরা গয়েশবাড়ি ক্লাব অ্যানড লাইব্রারি মাঠ প্রাঙ্গণে উপস্থিত হন। আর সেখানেই তৃণমূল মহিলা কর্মীরা সাধারণ মানুষের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উপভোক্তাদের আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার ব্যবস্থা করেন সংশ্লিষ্ট এলাকার মহিলা তৃণমূল কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল পরিচালিত গয়েশবড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নাইমা খাতুন , স্থানীয় তৃণমূল অঞ্চল কমিটি সদস্য আবু সুফিয়ান, রফিকুল আলম প্রমূখ।

তৃণমূল পরিচালিত গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নাইমা খাতুন জানিয়েছেন, চলতি মাসে মোট পাঁচ দফায় দুয়ারের সরকার কর্মসূচির কাজ পরিচালিত হবে। মঙ্গলবার থেকে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় সেটি শুরু হয়েছে। এলাকার মহিলা তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের আবেদন পত্র পূরণ করে তা জমা দেওয়ার ব্যবস্থা করেছেন। ফলে দীর্ঘক্ষন সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় নি। সুষ্ঠুভাবে এলাকার তৃণমূল কর্মীরা দুয়ারে সরকার প্রকল্পের আবেদন পত্র উপভোক্তাদের জমা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন।