বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত ভোট মিটে গিলেও তারপরও ইডিতে ‘না’ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের।
কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারেবারে তলব করলেও হাজিরা এড়িয়ে যাচ্ছেন মলয়বাবু। এই নিয়ে মোট চোদ্দ বার হাজিরা এড়িয়েছেন তিনি। তদন্তকারী সংস্থার অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবারই ১৫ দিন সময় দিয়ে মন্ত্রীকে ডাকা হচ্ছে। কিন্তু বারেবারে নানা কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়াচ্ছেন।
তাই মলয়ের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে পারে ইডি। মন্ত্রীর গরহাজিরায় এবার দিল্লি হাইকোর্টে যাচ্ছে ইডি, আবেদন জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থা যাকে হাজিরার জন্য ডাকবে তাকে যেতে হবে। এটাই নিয়ম। কোনও কারণে না গেলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে ED।