রিভার সিজন ২ লঞ্চ করল অ্যামাজন ফ্যাশন

দেশ জুড়ে মেট্রো এবং টায়ার ২/৩ শহর উভয় ক্ষেত্রেই রিভার সিজন ১-এর সফলতার পর রিভার সিজন ২ লঞ্চ করল অ্যামাজন ফ্যাশন।   ডিবিএস লাইফ স্টাইল এলএলপি এর সহযোগিতায় এবং ভারতের কিছু বিখ্যাত ডিজাইনারদের সাথে পার্টনারশিপে তৈরি সাশ্রয়ী মূল্যের মাল্টি-ডিজাইনার ব্র্যান্ড হল রিভার সিজন ২।

সুনীত ভার্মা, জেজে ভালা, আশিস সোনি এবং নম্রতা জোশিপুরা রিভার প্রমুখ সিজন ২-এ একত্রিত হয়ে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র এবং যে কোন অনু্ঠানে পরিধানের জন্য একটি কিউরেটেড লাইন উপস্থাপন করে যা গ্রাহকদের বিশেষ ভাবে আকৃষ্ট করবে। এরফলে গ্রাহকরা এখনথেকে তাদের প্রিয় ডিজাইনারদের তৈরি নতুন ও সীমিত সংস্করণের পোশাক অ্যামাজন ফ্যাশন থেকে কিনতে পারবেন।

উল্লেখ্য, দেশ জুড়ে গ্রাহকরা যাতে সাশ্রয়ী মূল্যে ডিজাইনার পোশাক কিনতে পারেন সেই কথা মাথায় রেখে অ্যামাজন ফ্যাশন ডিবিএস লাইফস্টাইলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। রিভার সিজন ২-এ পুরুষ ও মহিলা উভয়ের জন্য ১৮০টিরও বেশি  কালেকশন রয়েছে। অ্যামাজন ফ্যাশন ইন্ডিয়ার ডাইরেক্টর সৌরভ শ্রীবাস্তব বলেন,  আমাদের লক্ষ্য হল দেশের খ্যাতনামা ডিজাইনারদের পোশাক দেশব্যাপী গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে সহজলভ্য করে তোলা।