চিকিৎসা খরচ সংক্রান্ত খরচ নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ রাজ্যের

মধ্যবিত্তদের সাধ্যের কথা ভেবে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। রোগ যাই হোক না কেন, সাধারণ মানুষ বেশিরভাগ সময়ই বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে নিমেষের মধ্যে কত টাকা বিল হয়ে যাবে তা নিয়ে আতঙ্ক তৈরি হয়। কিন্তু আগামী দিনে যাতে এই সমস্যা না হয় তার জন্য পদক্ষেপ নিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। জানা গিয়েছে, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের চিকিৎসা খরচ বেঁধে দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইন্ডোর, আউটডোর তো বটেই রক্ত পরীক্ষা, রোগ নির্ণয় এবং সেই চিকিৎসা সংক্রান্ত একাধিক ক্ষেত্রেই খরচ বেঁধে দেওয়া হবে। এও খবর মিলেছে যে, নবান্নের নির্দেশে গত ২ মার্চ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে এই কাজ দ্রুত পরিকল্পনামাফিক সম্পন্ন করতে। এই কমিটিতে রয়েছেন ছ’জন সিনিয়র প্রশাসক ও বিশিষ্ট চিকিৎসক, এছাড়া আছেন দুই স্বাস্থ্য অধিকর্তাও। পাশাপাশি বেসরকারি হাসপাতাল সংগঠনগুলির একজন করে প্রতিনিধিও এই কমিটিতে জায়গা পাবেন। হলফ করেই বলা যায়, এই কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষের চিন্তা অনেকটাই দূর হবে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা করানো নিয়ে।