স্বরাজের তরফে আনা এক ‘ট্র্যাকড হারভেস্টার’ – নতুন স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ হারভেস্টার। এর দ্বারা পশ্চিমবঙ্গের ধানচাষীরা উপকৃত হবেন ও নিজেদের আয় বাড়াতে পারবেন।
নতুন ‘প্যাডি কাটার বার’-যুক্ত স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ হারভেস্টার হেলে পড়া ফসলও সহজে কেটে তুলতে পারবে। এটি ডিজাইন ও নির্মাণ করা হয়েছে ধান ও সয়াবীনের জন্য। ফসল তোলার সবরকম কাজই সহজে করা যাবে এই হারভেস্টারের সাহায্যে।
স্বরাজ স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ হারভেস্টার বিক্রয় ও সার্ভিস প্রদান করা হবে স্বরাজের পশ্চিমবঙ্গ-ব্যাপী রিটেল ও সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে। আকর্ষণীয় মূল্যে এই হারভেস্টার পাওয়া যাবে বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ফাইন্যান্সের সুবিধা-সহ। স্বরাজের বিশ্বস্ত হারভেস্টারের ঘরানায় স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ হারভেস্টার এক নতুন সংযোজন।